ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ছড়িয়েছে রোমাঞ্চ। শেষে নিয়তি হয়েছে একই। ভারতের হার ও বাংলাদেশের জয়। প্রথমটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে শেষ উইকেটে ৫১ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয়টিতে তিনি ৬৯ রানে ৬ উইকেটে হারানো দলকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে নিয়ে যান ২৭১ রানে। এরপর শেষদিকে রোহিত শর্মার ঝড়ও কাজে আসেনি জিততে। দুই ম্যাচ হারের পর ভারত এখন দাঁড়িয়ে হোয়াইটওয়াশের তেঁতো স্বাদের সামনে। আজ শনিবার ‘মান বাঁচানোর লড়াইয়ে’ লিটন দাসের দলের বিপক্ষে নামবে ভারত। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বললেন ভালোভাবে সিরিজ শেষ করতে চান তারা। সংবাদ সম্মেলনে তিনি বলেন অবশ্যই আমরা জিততে চাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। কিছু ব্যাপার আমাদের করতে হবে। প্রসেসে মনোযোগ দেবো। ম্যাচটা জিতে ওয়ানডে সিরিজটা ভালোভাবে শেষ করতে চাই আমরা। ওয়াশিংটন সুন্দর বলেন, সত্যি বলতে আগের দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। প্রথম ম্যাচে ৫০ রানের মতো দরকার ছিল তাদের। হাতে এক উইকেট। আমাদের ভালো সুযোগ ছিল শেষ ম্যাচেও। প্রথম ইনিংসে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর শ্রেয়াস ও অক্ষর যেভাবে ব্যাট করেছিল আমরা ভেবেছিলাম জিতে যাবো। এরপর রোহিত ভাই যে ইনিংস খেলেছে, অবিশ্বাস্য। আমাদের সুযোগ ছিল। কেবল ক্রিটিকাল মোমেন্ট জেতা ও এক দুইটা ব্যাপার ঠিকভাবে করতে হতো। আমরা ভালো হতে চাইবো যেই ক্রিকেটটা খেলতে চাই সেটায়। ভালো ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে চাই। আমি নিশ্চিত সময়ের সঙ্গে আমরা ভালো খেলবো।
আগামী বছর ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৪ সালের পর থেকে ঘরের মাঠে একমাত্র ইংল্যান্ড ছাড়া আর কারও বিপক্ষেই ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। প্রায় কাছাকাছি কন্ডিশনে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের জোরালো সম্ভাবনা দেখছেন অনেকে। সুন্দরও বলছেন বড় স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। সত্যি বলতে বাংলাদেশ বড় দল বিশেষত ঘরের মাঠে। রেকর্ডও তাই বলে। আমার মনে হয় তারা কেবল ইংল্যান্ডের বিপক্ষেই একটা সিরিজ হেরেছে। তারা ঘরের মাঠে খুব খুব সফল যারা এখানে খেলেছে তাদের বিরুদ্ধে। তারা খুব ভালো দল। আমরা জানি তাদের কাছ থেকে কী আসতে পারে এখানে আসার আগেই। উমহাদেশে বাংলাদেশ খুব ভালো। আমার মনে হয় টি–টোয়েন্টি বিশ্বকাপেও তারা ভালো করেছে। তারা গত কয়েকবছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। আমি নিশ্চিত তারা ভালো একটা বিশ্বকাপের স্বপ্ন দেখছে।