চন্দনাইশ প্রতিনিধি জানান, উপজেলার দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মুহাম্মদ হোসাইন ফারুকী (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি দোহাজারী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ ডিসেম্বর বিকেল ৩টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাত ৯টায় দোহাজারীস্থ ঈদপুকুরিয়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।












