হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টে লতা মঙ্গেশকর স্মরণে সভা

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

সুরের জগতে সংগীতের কিংবদন্তী সুর সম্রাজ্ঞী ভারত রত্ন লতা মঙ্গেশকর। এপার ওপার বংলা সহ তাঁর সুমধুর কন্ঠের মাধ্যমে সুরের জগতে সংগীতকে প্রতিষ্ঠিত করেছেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর স্মরণে হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উত্তর কাট্টলী এইচ এম ভবন চত্বরে গতকাল সোমবার এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। মনজুর আলম বলেন, ‘সুরের মাধ্যমে লতা মঙ্গেশকর বিশ্বব্যাপী সংগীত জগতে যে অবদান রেখে গেছেন তা অজীবন স্মরনীয় হয়ে থাকবে। অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, লোকমান আলী, মো. ইব্রাহিম, আজম খান, অধ্যাপক আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, প্রকৌশলী তরুণ তপন দত্ত, রতন তালুকদার, জগদিস দাস, সবিতা বিশ্বাস, রুপস তালুকদার, মুনমুন সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব আদায়ে দলিল লেখকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
পরবর্তী নিবন্ধআ জ ম নাছিরের মায়ের কবরে মোছলেম উদ্দিনের শ্রদ্ধাঞ্জলি