হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে চসিক ভবন ঘেরাও হবে : শাহাদাত

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:১১ অপরাহ্ণ

জনগণের বিরুদ্ধে গিয়ে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সিটি কর্পোরেশন ভবন (চসিক) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এখন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। যা অযৌক্তিক। গরীব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। এর উপরে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে নগরবাসীর দুর্ভোগ আরো বেড়ে যাবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে বন্দর ইস্ট কলোনি নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিবারের খোঁজ নিতে গেলে সাংবাদিকদের এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এ উন্নয়ন প্রকল্পগুলো আরো দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। উন্মুক্ত খালে পড়ে মানুষ মারা যায়।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সমন্বিত রূপরেখা ছাড়া কোনো নগরী গড়ে ওঠে না। জনগণের অর্থ খরচ করে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। যদি মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিত নগরী গড়ে তোলা না যায় তাহলে নগরীর মান আরো খারাপ হয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা মৌলভী খুন, দুইজন আটক
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে যাত্রীবাহী জিপ খাদে পড়ে নিহত ১, আহত ১৮