হোয়াইট হাউসের ইমেইল ভাণ্ডার ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

হোয়াইট হাউসের ইমেইলের এক বিশাল ভাণ্ডার ফাঁসের হুমকি দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের একটি দল। সোমবার হ্যাকার দলটি হুমকি দিয়েছে, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও উপদেষ্টাদের কাছ থেকে চুরি করা ইমেইল ফাঁস করে দেবে তারা, যেটি সাইবার নিরাপত্তা নিয়ে চলমান লড়াইয়ের সর্বশেষ ঘটনা। এর আগে ওই হ্যাকার দলটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছ থেকে চুরি করা কিছু তথ্য ছড়িয়ে দিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। খবর বিডিনিউজের।

এর কয়েক মাস পর হ্যাকার দলটি রয়টার্সকে বলেছে, প্রায় ১০০ গিগাবাইট আকারের ইমেইল সংগ্রহ করেছে তারা। এসব ইমেইল হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি উইলস, ট্রাম্পের আইনজীবী লিন্ডজি হ্যালিগান, উপদেষ্টা রজার স্টোন ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যা এখন ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। ‘রবার্ট’ নামের এই হ্যাকার দলটি এ সাইবার হামলার দায় স্বীকার করলেও রয়টার্সকে এসব ইমেইলের নির্দিষ্ট কোনও তথ্য দেয়নি দলটি। তবে তারা বলেছে, এ চুরি করা তথ্য বিক্রির কথা ভাবছে তারা।

ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে জড়িত বা দেশটির সরকারসমর্থিত হ্যাকাররা মার্কিন বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলা চালাতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পরই এ হ্যাকিংয়ের ঘটনাটি প্রকাশ্যে এল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট। হোয়াইট হাউস ও এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট, তার সহকর্মী ও আমাদের সাইবার নিরাপত্তার বিরুদ্ধে সব ধরনের হুমকিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে তারা। প্রেসিডেন্টের কাজ যাতে ঠিকঠাক হয় তা নিশ্চিত করা তাদের সবোর্চ্চ অগ্রাধিকার।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৩৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধফ্রান্সে স্কুল বন্ধ, খোলা জায়গায় কাজে বিধিনিষেধ ইতালিতে