হোমিও ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ের আসকারাবাদ এলাকা থেকে খেলাপি ঋণ আদায়ের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তপন ভৌমিক। তিনি কোতোয়ালী থানাধীন কেসিদে রোড পুরাতন গির্জা এলাকার হোমিও ওষুধ ব্যবসায়ী। গতকাল শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজাদীকে বলেন, ২০২০ সালের একটি অর্থঋণ জারি মামলায় ৬ মাসের দেওয়ানি আটকাদেশ হয়েছে তপন ভৌমিকের। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। তিনি বলেন, গ্রেপ্তার পরবর্তী তপন ভৌমিককে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : তারেক
পরবর্তী নিবন্ধশেষ ওভারে নাটকীয়তা হলেও চমৎকার জয় বাংলাদেশের