চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) উত্তর গেটে পিরানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাসি খাবার পেয়েছে জেলা প্রশাসনের টিম। এছাড়া রান্না করার জন্য মজুদ করা সবজি থেকেও দুর্গন্ধ বের হতে দেখা গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে হোটেলটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগ্রাবাদ সার্কেলের এসিল্যান্ড গালিব চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, আমরা মেডিকেলের সামনের কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করেছি। পিরানী হোটেলে বাসি খাবার পেয়েছি। পাশাপাশি রান্না করার জন্য মজুদ করা সবজি থেকে দুর্গন্ধ বের হতে দেখেছি। সব মিলে হোটেলটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি। বাকি হোটেলগুলো পরিষ্কার পেয়েছি।
মেডিকেল এলাকা সেনসিটিভ এলাকা উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, সেনসিটিভ বলেই সবসময় মেডিকেল এলাকা আমাদের নজরে থাকে। এখানে রোগী, রোগীর স্বজনদের স্বার্থ রয়েছে। রোগীদের কল্যাণে আমাদের এই অভিযান। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সিএমপির একটি টিম সহযোগিতা করে বলে জানান তিনি।