হোটেল কর্মচারীকে যৌন নিপীড়নের মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ পতেঙ্গার আশরাফ আলী হোটেলের ১৩ বছরের কিশোর কর্মচারীকে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর এলাকার মৃত বকবুল আহম্মদের ছেলে মো. আব্দুর রহিম (৫৫)। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। এ সময় মো. আব্দুর রহিম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় দিয়েছেন। আদালতসূত্র জানায়, ২০২০ সালের ৬ অক্টোবর ১৩ বছরের কিশোর হোটেল কর্মচারী বলৎকার হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোর নিজে বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করে। তদন্ত শেষে পুলিশ মো. আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯() ধারায় চার্জশিট দিলে আদালত তা গ্রহণ করেন এবং ২০২১ সালের ১৪ অক্টোবর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধইয়াবাপাচার মামলায় বাসের হেলপারের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধভিসা স্থগিতের সিদ্ধান্ত সাময়িক: ওমান দূতাবাস