হোটেল আগ্রাবাদ লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ করম আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ জোহর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, মরহুম করম আলী তাঁর কর্মগুণে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন দক্ষ ও সৃজনশীল উদ্যোক্তা। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তাছাড়া তিনি সমাজ ও ধর্মের উন্নয়নে একজন নীরব দাতা ছিলেন। আমরা এই মহৎপ্রাণ ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। প্রেস বিজ্ঞপ্তি।