হৈমন্তী প্রজ্ঞা

মুক্তা পীযূষ | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

সবুজ রঙ ক্রমশ হলদেটে হয়ে যাওয়ায় যে আনন্দ

হেমন্তের অপেক্ষাতে থাকা পাতারাই তা বোঝে কেবল!

ধীরে ধীরে নীরবে বিবর্ণ হওয়া গাছের

পাতাটির মতো আমিও ভালোবাসি তোমাকে।

আহত কিংবা ব্যথিত হলেও যথেষ্ট সাহস আর শক্তি নিয়ে

জীবনযুদ্ধে আমি ঘুরে দাঁড়াই তোমাকে ভালোবাসতে।

হেমন্তে ঝরে পড়া প্রতিটি পাতাই ফিবছর

গাছ হতে ঝরে গিয়ে আমাকে শিখিয়ে যায়

মৃত্যু কভু পাতাদের পুনরুদ্গমকে রোধ করতে পারে না!

মৃত্যু শেষে নতুন করে বাঁচা মানেই পুনর্জন্ম।

পূর্ববর্তী নিবন্ধজীবন ঘনিষ্ঠ
পরবর্তী নিবন্ধআসুন গরিব দুখী অসহায় মানুষের পাশে দাঁড়াই