হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো এরশাদ উল্লাহকে

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে চট্টগ্রাম৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে। গতকাল শুক্রবার দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। এর আগে নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, গতকাল বেলা দুইটায় নগরের জিইসি কনভেনশন সেন্টারের মাঠ থেকে হেলিকপ্টার যাত্রা শুরু করে। এরশাদ উল্লাহর ছেলেসহ কয়েকজন নিকটাত্মীয় সঙ্গে ছিলেন। বিকেল ৩টা ২০ মিনিটে উনাকে স্কয়ারে ভর্তি করানো হয়।

এরশাদ উল্লাহর একান্ত সচিব মো. আরিফ মুন্না আজাদীকে বলেন, চিকিৎসকদের পরামর্শে চেকআপের জন্যই ঢাকায় নেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানার চাইল্যাতলী খোন্দকারপাড়া এলাকায় এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলি করে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলা। এসময় গুলি লাগে এরশাদ উল্লাহ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক শান্তর গায়ে।

পূর্ববর্তী নিবন্ধবাবলা হত্যায় বড় সাজ্জাদ ও রায়হানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার : ট্রেনে স্বস্তি, সড়কে আতংক