হেলিকপ্টারে কফিনবন্দি নোমান ফিরলেন তাঁর প্রিয় চট্টগ্রামে

আজ বাদে জুমা জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে নামাজে জানাজা, বিকেলে রাউজানের গহিরায় দাফন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে আজ শুক্রবার বাদ আছর চট্টগ্রামের রাউজানের গহিরা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে মরহুম আবদুল্লাহ আল নোমানের মরদেহ নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অবতরণ করে। এসময় প্রিয় নেতাকে এক নজর দেখতে ভীড় করেন বিএনপির নেতাকর্মীরা। আউটার স্টেডিয়াম থেকে বিকেলে আবদুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয় কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে। কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের পার্কিং স্পেসে সর্বসাধারণের দেখার জন্য আবদুল্লাহ আল নোমানের মরদেহ রাখা হয়েছে।

নোমানের পুত্র সাঈদ আল নোমান জানিয়েছেন, তার পিতাকে শুক্রবার (আজ) বিকেলে চট্টগ্রামের রাউজানে গহিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আজ সকাল ৮টায় এই রাজনীতিবিদের কফিন নেয়া হবে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর সকাল ৯টায় নিয়ে যাওয়া হবে আবদুল্লাহ আল নোমান প্রতিষ্ঠিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টায় কফিন আনা হবে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে। দুপুর ১টা পর্যন্ত দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি রাউজানের গহিরায়। সেখানে বাদ আছর গহিরা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী বর হাতছাড়া না করতে ৯ম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ফের অপহৃত ২ জনকে উদ্ধার