হেলমেট মাথায় নয়, হাতে

মোটরসাইকেল চালকদের সতর্ক করলেন ম্যাজিস্ট্রেট

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

 

 

খালি মাথা, হাতে হেলমেট। মোটরসাইকেলের চালক ও যাত্রীদের এই হলো অবস্থা। হেলমেট সাথে থাকলেও তা মাথায় পরতে অনীহা তাদের। নগরীর কাজির দেউড়ি মোড়ের রাস্তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় দেখা গেল এমন চিত্র। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মোহাম্মদ এ অভিযান পরিচালনা করেন।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত এ অভিযান পরিচালনা করি। প্রায় সব চালক ও যাত্রীর হেলমেট রয়েছে। এর মধ্যে অনেকে মাথায় পড়েছে, অনেকে হাতে নিয়ে বসেছিলেন বা গন্তব্যে যাচ্ছিলেন। মাথায় হেলমেট পরতে চালক ও যাত্রীদের অনীহা দেখা গেছে। এটা ঠিক না। দুর্ঘটনার সময় মাথায় হেলমেট থাকলে মৃত্যুঝুঁকি কম থাকে। সবাই বিষয়টি জানেন। কিন্তু সচেতন হচ্ছেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খালি মাথায় মোটরসাইল চালানোর দায়ে বা যাতায়াতের দায়ে আমরা কাউকে জরিমানা করিনি। সতর্ক করেছি। পাশাপাশি মৃত্যুঝুঁকির বিষয়টি অবগত করেছি।

জেলা প্রশাসন সূত্র জানায়, কাজির দেউড়ির বেশ কিছু দোকানেও অভিযান চালানো হয়। পণ্যের গায়ে মূল্য নির্ধারণ করা না থাকায় এ সময় একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডবলমুরিং এলাকায় অভিযান চলে।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মোহাম্মদের পাশাপাশি প্রতীক দত্ত নামের অপর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নগরীর বিভিন্ন এলাকায় সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনুর উদ্দীনের কবর জিয়ারত করলেন ভূমিমন্ত্রী জাবেদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ কয়েক বিভাগে বজ্র-বৃষ্টির পূর্বাভাস