হেরেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

আইপিএলে আবার হেরেছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরেছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেঙ্গালুরু। গতকাল প্রথমে ব্যাট করতে নামা বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পাড়িকাল সর্বোচ্চ ৭৪ রান সংগ্রহ করে। এছাড়া ফিলিপ ৩৩, ডি ভিলিয়ার্স ১৫ এবং গুরপ্রীত ১৩ রান সংগ্রহ করে। মুম্বাইয়ের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন বুমরাহ। জবাবে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন যাদব। এছাড়া ঈশান কিশান ২৫, ডি কক ১৮ এবং কুনাল করেন ১৭ রান।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর আগমন সকল সৃষ্টির জন্য রহমত
পরবর্তী নিবন্ধগুলজার চৌধুরী