চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিনের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসর শুরুর আগেই নেতৃত্ব ছেড়েছেন। তার জায়গায় নেতৃত্বে আসা রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত সাফল্যের দেখাই পাননি। আসরে এখন পর্যন্ত চার ম্যাচের সবগুলোতেই হেরেছে তার দল। সর্বশেষ তারা ধুঁকতে থাকা আরেক দল সানরাইজার্স হায়দরাবাদের কাছেও হারল চেন্নাই। চার বারের চ্যাম্পিয়নদের গতকাল শনিবার ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে তিন ম্যাচে প্রথম জয় তুলে নিল কেন উইলিয়ামসনের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৫৪ রান তুলেছিল চেন্নাই। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৮৯ রান তুলে ফেলে হায়দরাবাদ। উইলিয়ামসন একদিক ধরে রেখেছিলেন। তিনি ৪০ বলে ৩২ রান করেন। উইলিয়ামসন মন্থর ভাবে খেললেও রানের গতি কমেনি হায়দরাবাদের। দ্রুত রান করছিলেন অভিষেক শর্মা। ৫০ বলে তার সংগ্রহ ছিল ৭৫ রান। তার দাপটেই চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় তুলে নেয় হায়দরাবাদ। শেষ বেলায় ১৫ বলে ৩৯ রান করেন রাহুল ত্রিপাঠি।