সোনা রঙের ধানের শীষে
মুক্তো যেন হাসে
হালকা হালকা শিশির ঝরে
সবুজ তৃণঘাসে !
কাটতে যে ধান যায় মাঠে দূর
কাস্তে হাতে চাষি
কৃষাণ বউয়ের রাঙা ঠোঁটে
ফোটে সুখের হাসি !
মন হয়ে যায় খুব উতলা
ছাতিম ফুলের ঘ্রাণে
নতুন চালের পিঠা –পায়েস
জাগায় পুলক প্রাণে !
ধানে ধানে উঠোন ভরে
কী মনোরম ছবি
ছন্দ –ছড়ায় রূপ ‘হেমন্তের’
আঁকে বুঝি কবি !











