হেমন্ত

নুশরাত রুমু | বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নীল সবুজের মিতালিতে

ফুরফুরে আজ মন

উপচে পড়া রোদের হাসি

ঝরছে সারাক্ষণ।

হেমন্তেরই মৃদু বাতাস

দিচ্ছে দোলা গায়

উধাও হয়ে ভোরের শিশির

দিন গড়িয়ে যায়।

পাখিরা সব মিষ্টি সুরে

কিচির মিচির ডাকে

নতুন ধানের সুবাস মনে

রঙিন ছবি আঁকে।

কৃষাণেরা ব্যস্ত কাজে

নেইকো চোখে ঘুম

কৃষাণ বধূর রসুই ঘরে

পিঠাপুলির ধুম।

পূর্ববর্তী নিবন্ধকিশোর মনে ইচ্ছা
পরবর্তী নিবন্ধহেমন্তের দেশে