হেভেন সিটি সেন্টারের রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

প্রতারণার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরীর অলংকার মোড়স্থ হেভেন সিটি সেন্টারের অভিজাত রেস্তোরাঁ ‘সানসিটি’র মালিক কবির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানা পুলিশের একটি দল হেভেন সিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। কবির আহমেদ নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের মৃত সালেহ আহমেদের পুত্র।

বন্দর থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় জমিজমা সংক্রান্ত প্রতারণার মামলা রয়েছে।

আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা ও ভূমি দস্যুতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই ২ থেকে ৪ জানুয়ারি