হেফাজত ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন মুনিরকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকালে পৌরসদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬-২৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররমের ঘটনার জের ধরে হাটহাজারী ডাক বাংলো, সদর তহশীল অফিস, সহকারী কমিশন ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হাটহাজারী থানায় পৃথক তিনটি মামলা হয়। মামলায় ১শ ৪৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩/৪ জনকে বিবাদী করা হয়েছে। মামলায় হেফাজতের আমির জোনায়েদ বাবুনগরী, বিএনপি নেতা মীর হেলাল, উপজেলা জামায়াতের আমিরকেও বিবাদী করা হয়েছে। মামলায় মাওলানা নাসির উদ্দীন মুনিরের নামও রয়েছে। মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।