হেফাজতের ভাঙচুর ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৮:২৮ পূর্বাহ্ণ

হেফাজত ইসলাম সমর্থকদের হামলা-ভাঙচুর ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। গতকাল চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।
মহানগর যুবলীগ: মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল দারুল ফজল মার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে দারুল ফজল মার্কেটে এসে শেষ হয়। মহানগর যুবলীগের সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীরা একেকবার একটি ইস্যু নিয়ে দেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে। তারা কখনো মুক্তিযুদ্ধ, কখনো বঙ্গবন্ধু, কখনো বাঙালির কৃষ্টি-সংস্কৃতি-প্রগতিতে টার্গেট করে। তারা দেশের অগ্রগতি রুখে দিতে চায়। কিন্তু তাদের পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, নেছার আহমদ, আবু সাঈদ জন, নুরুল আনোয়ার, সালেহ আহমদ দীঘল, প্রবীর দাশ তপু, খোকন চন্দ্র তাঁতী, শেখ নাছির আহমেদ, নাজমুল আহসান সাইফুল, সনত বড়ুয়া, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, সাইফুর রহমান রাজু, মো. কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়ুয়া, আফতাব উদ্দিন রুবেল, আলাউদ্দিন আলো, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে আবসার উদ্দিন, শাহীন সরোয়ার, শওকত আলী প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : এদিকে মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এড. এ এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে নগরীর নিউ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কে.বি.এম. শাহজাহান, সদস্য সাদেক হোসেন পাপ্পু, নুরুল কবির, আনোয়ারুল ইসলাম বাপ্পী প্রমুখ। সভায় বক্তারা বলেন, হেফাজতের দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের রাজ পথে অবস্থান করে তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার আহ্বান জানান।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। সংগঠনের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারতী চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন এম এ হাশেম, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, আব্দুল মালেক খান, সোহেল মোহাম্মদ মন্‌জুর, কৈয়ুম উদ্দিন, জাফর ইকবাল তালুকদার, উজ্জ্বল ধর, সাজ্জাদ হোসেন লিটন, ফয়েজ আহমদ টিপু, নজরুল ইসলাম টিপু, শাহাদাত হোসেন তানজু, নবাব রকিব, ফরহাদুল আলম, মোরশেদুল আলম, নাসির উদ্দিন টিপু, নাজিমুল ইসলাম টিংকু, অ্যাডভোকেট ইমরান উদ্দিন, শাহাদাত মানিক, এনামুল ইসলাম প্রমুখ।
জিইসির মোড়ে বিক্ষোভ: কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্ব বিক্ষোভ মিছিল জিইসির মোড় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াসার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক খোরশেদ আলম, গোলাম সামদানী জনি, আলী হায়দার, রফিকুল আলম রুবু, আলাউদ্দিন আলো, দেলোয়ার হোসেন মিন্টু, নাজমুস সাকিব, নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত কচি, এম এ হালিম মিতু, খোরশেদ আলম মানিক, মাহমুদুর রশিদ বাবু, সৈয়দ আনিসুর রহমান, এম হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন, শরফুল আনম জুয়েল, মিজানুর রহমান, সুলতান মাহমুদ ফয়সাল, ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, আনসার উল্লাহ সৌরভ, মো. শাকিল, আরজু ইসলাম বাবু, আবু হানিফ রিয়াদ, কাজী মাহমুদুল হাসান রনি, রুবেল সরকার, নুরুন্নবী সাহেদ, রাকিব হায়দার, ইমরান হোসেন, রবিউল হোসেন খুকু, আব্দুল্লাহ আল নোমান, জুয়েল সিদ্দিকী, ইমাম হোসেন ইমন, শাহাদাত হোসেন হীরা, মাহফুজ হোসেন, আব্দুল আল আহাদ, আব্দুল হাকিম ফয়সাল, মুজিবুর রহমান প্রমুখ
কোতোয়ালী থানা ছাত্রলীগ: কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা জুবায়ের আলম আশিক উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড় গোল চত্বর হয়ে ডিসি হিলে শেষ হয় মিছিলটি। এতে মিছিল পরবর্তী সমাবেশে জুবায়ের আলম আশিকের সভাপতিত্বে ও নুর উদ্দিন রাকিবের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা শিবু প্রসাধ চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ। আরো উপস্থিত ছিলেন রতন ঘোস, মোরশেদ আলম, মো জাহেদ, মুকবুল, আবু তাদের রানা। শুভ দত্ত, নিলয় চৌধুরী, মো রুবেল, মো. তামিম, রতন, ফারদিন, মিনার, মুস্তাসিন, বাদশা।
আনোয়ারায় বিক্ষোভ মিছিল: আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলা যুবলীগের উদ্যোগে বন্দর সেন্টারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সদস্য এম এ রশিদ, নুরুল আনোয়ার প্রমুখ।
রাউজানে বিক্ষোভ মিছিল: রাউজান প্রতিনিধি জানান, হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে রাউজান উপজেলা আওয়ামীলী যুবলীগ। গতকাল শনিবার বিকেলে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি সড়ক হয়ে জলিল নগর হয়ে পুনরায় মুন্সিরঘাটায় এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব। সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, পৌর যুবলীগের সভাপতি হাসান মো. রাসেল, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মফজল হোসেন, মো. নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, মাসুদ হোসেন রুবেল, আহসান হাবীব চৌধুরী হাসান, জিয়াউল হক রোকন, তপন দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরক্তাক্ত মিয়ানমার
পরবর্তী নিবন্ধআজ মহানগরে, কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ