হেফাজত কর্মীদের অবরোধের কারণে এখনও বন্ধ রয়েছে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক। এতে উভয় প্রান্তে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।
আজ শনিবার (২৭ মার্চ) সরেজমিন ঘুরে দেখা যায়, হাটহাজারী মাদ্রাসার সামনের সড়কে দেয়াল তৈরি করে মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা। সঙ্গে গ্রিল দিয়ে ব্যারিকেড বসিয়েছে তারা। বাংলানিউজ
চট্টগ্রাম থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত যান চলাচল করলেও বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক বন্ধ থাকায় ফটিকছড়ি, নাজিরহাট ও খাগড়াছড়ির সঙ্গে হাটহাজারীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সড়কটি বন্ধ থাকায় উভয় প্রান্তে আটকা পড়েছে পণ্যবাহী শতাধিক ট্রাক। সময়মত গন্তব্যে পৌঁছাতে না পেরে নষ্ট হতে বসেছে পচনশীল পণ্য।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌল্লাহ রেজা বলেন, “ঘটনার পর থেকে এখন পর্যন্ত ঐ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে।
এর আগে গতকাল শুক্রবার হেফাজত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হতাহতের ঘটনার পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।