হেফাজতকে ঠেকাতে সাংগঠনিক ভিত শক্ত করার সিদ্ধান্ত আ. লীগের

সার্কিট হাউজে বৈঠক

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১:০১ অপরাহ্ণ

হেফাজতে ইসলামকে ঠেকাতে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনায় বসেন আওয়ামী লীগ নেতারা। রাত সাড়ে নয়টার দিকে সভা শেষ হয়। সভায় উপস্থিত চট্টগ্রামের এক নেতা পরে বলেন, ‘হাটহাজারীতে হেফাজতের উৎপাতের কারণ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে স্থানীয়ভাবে অনৈক্য মিটিয়ে সংগঠন ও অঙ্গ সংগঠনকে গুছিয়ে নিতে জোর দেওয়া হয়েছে। থানা ও ইউনিয়ন কমিটিগুলোর মধ্যে কিছু অনেক পুরনো। সেগুলো দ্রুত পুনর্গঠন করতে বলেছেন। হাটহাজারীতে দলীয় নেতাদের মধ্যে যে বিরোধ-দূরত্ব আছে তা মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’ খবর বিডিনিউজের।
সভার বিষয়ে রাতে টেলিফোনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিডিনিউজকে বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে, কিছু সমস্যা আছে তা জেনে সমাধানের লক্ষ্যে বসেছিলাম। ওইখানে (হাটহাজারীতে) দীর্ঘদিন ধরে দলীয় এমপি নেই। জোটের এমপি। এটা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মনকষ্ট আছে। এটা তারা বলেছেন। হেফাজতের কিছু হিংস্রতা নিয়ে তারা কথা বলেছেন। নেতাকর্মীদের মধ্যে দূরত্ব নিয়ে কথা বলেছেন। আলোচনা করে সেই দূরত্ব কমাতে চেষ্টা করেছি। ওখানে ১৪টা ইউনিয়নের মধ্যে নয়টাতে সম্মেলন হয়েছে। ছয়টাতে হয়নি। টার্গেট সম্মেলনগুলো দ্রুত করা। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ২০দিনের মধ্যে করা। ত্যাগী নেতাকর্মীদের সম্পৃক্ত করা। জনসম্পৃক্তদের কমিটিতে অন্তর্ভুক্ত করা।’
কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রতিনিধি দল শিগগিরই সমস্যা সমাধানে হাটহাজারী যাবে এবং যুবলীগের তৃণমূল সম্মেলন করতে চার মাস সময় দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় নেতা স্বপন।
উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘সংগঠনের অভ্যন্তরীণ ছোটখাটো ভুল বুঝাবুঝি নিরসন করতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাটহাজারী যাবেন কেন্দ্রীয় নেতারা।’
সভায় অংশ নেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়া হাটহাজারী উপজেলা কমিটির নেতৃবৃন্দও ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজহুর আহমদ চৌধুরী ও এম এ মান্নানের কবরে শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধকৃষির উন্নয়নে পাহাড়ের চেহারা বদলে যাবে