ভালোবাসা মন্ত্র, ভালোবাসা আনন্দ
ভালোবাসা খুশি
ভালোবাসা কাছাকাছি থাকা।
ভালোবাসা শত্রু
ভালোবাসা মনের ফুল ফোটানো
ভালোবাসা মনের দরজা খোলা,
ভালোবাসা চাঁদের জ্যোৎস্নার মত
ভালোবাসা বৃষ্টি ঝরার মত।
ভালোবাসার আরেক নাম বেদনা
ভালোবাসার আরেক নাম সুখের দোলা,
ভালোবাসা হৃদয়ের দোলা
ভালোবাসা সুখের ঘ্রাণ।
ভালোবাসা হাসনাহেনা,
লিলি ও বকুলের ঘ্রাণ
হে ভালোবাসা তুমি নিঃসঙ্গের বার্তা,
হে ভালোবাসা আমি তোমারই পথিক
হে ভালোবাসা আমাকে
তোমার কাছেই রেখো।