মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের ‘হৃদয়ে মীরসরাই’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার হালিশহর হাউজিং এস্টেটস্থ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় মীরসরাই ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হাশিম চৌধুরী পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, প্রকাশনা পরিষদের আহ্বায়ক এস এম আবুল হোসেন। বক্তব্য দেন, মোয়াজ্জেম হোসেন, প্রফেসর এ কে এম শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ম. নুরুল আবছার, এম এ তাহের, এস জোহা চৌধুরী, মহিউদ্দিন শাহ আলম নিপু, জসিম উদ্দিন, অ্যাড. আব্দুল মন্নান, অ্যাড. মুজিবুর রহমান ফারুখ, লায়ন তাহের আহমেদ, পৌর মেয়র ভিপি নিজাম, কামরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর কবির চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, এসোসিয়েশনের ঊর্ধতন সহ-সভাপতি এস এম মহিউদ্দিন, প্রকাশনা পরিষদের সদস্য সচিব নুরুল ইসলাম ইরান প্রমূখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন থেকে কল্যাণকর কাজ করে আসা মীরসরাই এসোসিয়েশনের এই প্রকাশনায় উঠে এসেছে মীরসরাইয়ের অনেক তথ্য সম্বিলিত ইতিহাস। তিনি এ ধরনের কাজের জন্য এসোসিয়েশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।