ভারতের পাপন আর দেশের তামান্না প্রমি এক হয়ে প্রথম গান করলেন। নাম ‘হৃদয়ে তোমার ঠিকানা’। রবিউল ইসলাম জীবনের গীতিকবিতায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত। গানটিকে সূত্র করে শাহরিয়ার পলক নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ভিডিও। এতে নায়করূপে হাজির হচ্ছেন নিরব। বিপরীতে গায়িকাই আসছেন নায়িকারূপে। গানটি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ উপহারস্বরূপ প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
তামান্না প্রমি বলে, ‘পাপন ভারতের বেশ জনপ্রিয় একজন গায়ক। বলিউডের ‘কোক স্টুডিও’ থেকে ঢাকার ‘উইন্ড অব চেঞ্জ’-এ গান করে তিনি আরও প্রশংসা কুড়ান। তার সাথে ডুয়েট গান গাইতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্পুন উপলক্ষে ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘হৃদয়ে তোমার ঠিকানা’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপে।