চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী ইমরানের সঙ্গে কনার ‘দিল দিল’, ‘ওহে শ্যাম’, ‘তুই কি আমার হবি রে’ গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। তিনটি গানই ছিল প্লেব্যাকে। এবারই প্রথম ইমরান-কনা একসঙ্গে মিউজিক ভিডিও করলেন। গান ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে কনাকেও। বাড়তি চমক হিসেবে দেখা যাবে অনিন্দিতা মিমি নামে এক মডেলকে।
তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শাকিব খান-শাবনূরের ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমার ‘হৃদয় একটা আয়না’ গানটির প্রথম চার লাইন নিয়ে তৈরি হয়েছে নতুন এ গানটি। আগের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা। সুর সংগীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ইমরান বললেন, গানটি বেশ আগের হলেও তুমুল জনপ্রিয়। ওই গানেরই অফিসিয়ালি ২.০ ভার্সন করছি। আগের গানের কোরাস অংশ নেয়া হয়েছে। বাকিটা একেবারে নতুন। বাকি অংশের সুর সংগীত করেছেন ইমরান নিজেই এবং গানের কথা লিখেছেন কবির বকুল। ইমরান বলেন, এ গানটি ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে অনুপম মিউজিকের ব্যানারে। টোটালি অন্যরকম এক ভার্সনে এ গানটি করা হয়েছে। মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো আমি এবং কনা আপু থাকছি। এছাড়া অনিন্দিতা মিমি নামে নতুন একজন মডেল নেয়া হয়েছে।
মিউজিক ভিডিওটি বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ইমরান বলেন, ভিডিওতে লুকে বৈচিত্র্য রাখছি। কারণ, গানের জন্য অন্যরকম লুক ডিমান্ড করছিল তাই মিমিকে নেয়া হয়েছে। তাছাড়া আমি সবসময় নতুন মুখ নিয়ে কাজ করি। মনে হয়েছে এ গানের জন্য মিমিই পারফেক্ট। সবমিলিয়ে গানের আয়োজনও চমৎকার। আমাদের চেষ্টার কমতি নেই। আশা করছি গানটি সকলের উপভোগ্য হবে।