হৃদরোগে আক্রান্ত হয়ে মো. বেলায়েত হোসেন (২০) নামে এক চবি শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে।
গতকাল বৃহস্পতিবার ভোরে চমেক হাসপাতালে অসুস্থ অবস্থায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকের কারণে বেলায়েতের মৃত্যু হয়েছে।
জানা যায়, বেলায়েত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটের একটি ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েতকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, ভোর চারটার দিকে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। তার কার্ডিয়াক অ্যারেস্ট (হার্ট অ্যাটাক) হয়েছে। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। চবির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী আজাদীকে বলেন, ভোরে বেলায়েত মারা যান। হাসপাতলের ইনফরমেশন কপি থেকে জানা যায়, তার হার্ট অ্যাটাক হয়েছিল।