পটিয়া থানার অন্তর্গত হুলাইন গ্রামে মনসূর আলী সড়কের পাশ দিয়ে যাওয়া জসীম মেম্বার বাড়ির রোড়। এই রোড নির্মাণ হচ্ছে অনেক আগে থেকে। কিন্তু এখনও শুরু হয়নি এর কাজ। গ্রীষ্মের সময় থাকে যেমন প্রচণ্ড ধুলোবালি। ঠিক তেমনি বর্ষার সময় জমে থাকে অনেক পানি। এই রাস্তার পাশে আছে এক পুকুর। বিভিন্ন সময় রিকশা বা সি এন জি প্রবেশ করার সময় পড়ে যায় পুকুরে। এ নিয়ে বাড়ির মানুষের মাঝে বিস্তার করছে এক অস্থিরতা। চলাচলের সময় দেখা যায় হাজারো সমস্যা। তাই আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো দ্রুত এই বিষয়টি নজরে এনে সংস্কার করার করা হোক।
ইসতাকুল হাসান রিয়াদ
শিক্ষার্থী,
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা