হুমাইয়া ট্রেডার্সের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আর্থিক প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

স্ত্রীকে হেবা তথ্য গোপন করে ‘মেসার্স হুমাইয়া ট্রেডার্স’ নামে প্রতিষ্ঠানটির দলিল বন্ধক রেখে একটি আর্থিক প্রতিষ্ঠানের ২১ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মালিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে।
গতকাল প্রথম মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখার কর্মকর্তা মীর্জা নাজমুল হাসান এ মামলা দায়ের করেন বলে জানান অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বলেন, এ সময় আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে, মেসার্স হুমাইয়া ট্রেডার্সের প্রোপাইটর আরিফুল হক (৪৭), তার স্ত্রী মিসেস রওশন আরা (৩৪) ও বড় ভাই আশরাফুল হক (৫১)। এরা সবাই ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়া এলাকার সিরাজ ম্যানশনের বাসিন্দা।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৭ সালে ব্যবসায় বিনিয়োগের কথা বলে মেসার্স হুমাইয়া ট্রেডার্সের প্রোপাইটর আরিফুল হক ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে বিশ লাখ টাকা ঋণ নেয়। ঋণ গ্রহণের সময় দুই ও তিন নম্বর আসামিকে জিম্মাদার রাখা হয়েছিল। পরবর্তীতে শর্ত অনুযায়ী টাকা পরিশোধ না করে অভিযুক্ত আরিফুল হক সময়ক্ষেপণ করে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খোঁজ নিয়ে জানতে পারে ২০১৬ সালে হেবা দলিলমূলে প্রতিষ্ঠানটির বন্ধকী সম্পত্তি আরিফুল হক তার স্ত্রীকে রেজিষ্ট্রি করে দিয়েছিলেন।
এ ঘটনায় আসামিরা পরস্পর যোগসাজসে টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির নিকট মিথ্যা দলিলমূলে রেজিস্ট্রার্ড বন্ধকী দলিল সম্পাদন করার অপরাধ করেছে বলে অভিযোগ উঠে। মামলার আরজিতে বলা হয়েছে, আসামিদের বিভিন্ন সময় টাকা পরিশোধের বিষয়ে কয়েকদফা তাগাদাপত্র দেয়ার পরও টাকা পরিশোধ না করে উল্টো ব্যাংকের লোকজনকে হুমকি ধমকি দিয়ে আসছিল। আসামিদের কাছে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানটির ২১ লাখ ৪১ হাজার টাকা পাওনা রয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকেএসআরএম ভবিষ্যৎ স্থপতি পুরস্কার পেল তিন মেধাবী
পরবর্তী নিবন্ধদুই বন্ধুর আরেক জন নোয়াখালী থেকে গ্রেপ্তার