হুমকি পেয়ে থানায় জিডি, রাতে আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি

‘গুরুত্ব দিয়ে’ তদন্তে পুলিশ, তিনজন গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ভোর ৩টার দিকে উপজেলার গড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষের পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। মানবেন্দ্র ঘোষ বলেন, পয়লা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছিল। পহেলা বৈশাখের বাঘের মোটিফ তৈরি করেছি আমি। তারপরও হুমকি পাচ্ছিলাম। তবে শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করিনি। ফেসবুকে আসা হুমকির বিষয়ে মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। তিনি বলেন, আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

গুরুত্ব দিয়ে’ তদন্তে পুলিশ : চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী ‘গুরুত্ব দিয়ে তদন্ত করছে’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল বুধবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার দপ্তর এ তথ্য জানিয়ে বলছে, দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়া হবে’।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছে, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায়। তিনি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ বানিয়েছিলেন। মঙ্গলবার রাতে তার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে গেছে মানবেন্দ্রর বাড়ির টিনশেডের পাকা ঘর, আসবাবপত্র, কয়েকটি প্রতিমা এবং একটি মোটরসাইকেল। আগুনে পুড়ে যাওয়া ছবি ফেইসবুকে পোস্ট করেছেন মানবেন্দ্র।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ফের নির্মাণ করে দেওয়া হবে’।

পূর্ববর্তী নিবন্ধগাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে গণজামায়েত ও বিক্ষোভ মিছিল কাল
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশিরা: মার্কিন পররাষ্ট্র দপ্তর