হুইপ সামশুল হকসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা

যুবদলের ওপর হামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

পটিয়ার সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার সাদ্দাম হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত, মুজিবুল হক চৌধুরী নবাব, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা দলবদ্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, ভূমিদস্যু এবং অত্যাচারী প্রকৃতির লোক। তারা ক্ষমতাকে অপব্যবহার করে দীর্ঘদিন ধরে নিরীহ লোকদের কাছে চাঁদা দাবি, মানুষদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর পটিয়ার শান্তিরহাট এলাকায় আসামিরা বাদী ও যুবদলের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়া হত্যার উদ্দেশে লোহার রড দিয়ে অনেককে মারধরও করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দৈনিক আজাদীকে বলেন, বিস্ফোরকসহ দুটি আইনে একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহ্যারিস নাকি ট্রাম্প, দৃষ্টি সাত দোদুল্যমান অঙ্গরাজ্যে