আজ ২ আগস্ট অনুষ্ঠেয় হিলভিউ আবাসিক কল্যাণ সমিতি নির্বাচনে (২০২৫–২০২৬) তিনজন ভোটারকে ভোটদানে বিরত থাকার আদেশ দিয়েছে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ ৫ম আদালত। গত বৃহস্পতিবার মামলার বাদী ইসমত জহুর রুশোর পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট রাইটন দত্ত সুমন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করে মো. ইসমত জহুর রুশো বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ৫ম আদালতে মামলা দায়ের করেন (মামলা নং–১৪৫/২০২৫)। আদালত মামলার শুনানি করে বিগত ৩০ জুলাই তারিখের প্রচারিত আদেশ মূলে ত্রুটিপূর্ণ ভোটার হিসেবে ভোটার তালিকার ২৭১, ২৭২, ২৭৩, ৪২৯, ৪৩০, ৪৩১ নম্বর ভোটার সংশ্লিষ্ট মো. শামসুদ্দিন, এডভোকেট মো. জাকের উল্লাহ ও মো. আব্বাস ফারুক তথা মামলার ৬–৮ নম্বর বিবাদীকে নিবার্চন/২০২৫–২৬ এ ভোট প্রদানে বারিত (যা থেকে বিরত থাকতে বলা হয়) করে মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রচার করা হয় এবং উক্ত নিষেধাজ্ঞার আদেশ বাস্তবায়নের জন্য মামলার ১–৫ নম্বর বিবাদীকে নির্দেশ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি