হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে

ভূজপুর কঠিন চীবর দানোৎসবে পেয়ারুল

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে হরিনা অমৃতধাম বিহারে কঠিন দানোৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি বলেন, হিন্দুমুসলিমবৌদ্ধখ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি ও বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ। আমাদের ভেতরে ভেদাভেদের কোনো প্রশ্ন আসতে পারে না। ধর্মীয় সমপ্রীতি রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, বিশ্বের থেরবাদী বৌদ্ধজগতে কঠিন চীবর দনোৎসব একটি জাতীয় উৎসব। মাসব্যাপী কঠিন চীবর দানোৎসবের মধ্য দিয়ে বৌদ্ধরা বুদ্ধের আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল থাকার অঙ্গীকার করে। তিনি বলেন, বুদ্ধের সাম্য, মৈত্রী, নীতি আদর্শ, অনুসরন ও অনুশীলন যথাযথ ভাবে করলে সমাজে অশান্তি থাকবে না। প্রিয়দর্শী মহাস্থবিরের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া। উদ্বোধক ছিলেন ডা. প্রীতি বড়ুয়া। বক্তব্য রাখেন রনজিত বড়ুয়া রক্তিম, . জ্ঞানশ্রী মহাস্থবির, এইচ মহীপাল স্থবির, . সংঘপ্রিয় মহাস্থবির, এস লোকজিৎ মহাস্থবির, মো. কামরুজ্জামান, চেয়ারম্যান শফিউল আজম, আশরাফ উদ্দিন, চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, তাপস চন্দ্র বাবু, এরশাদ উল্লাহ, সঞ্জীব বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আয়কর ক্যাম্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধউত্তর সর্তায় শান-ই রহমাতুল্লিল আলামিন সম্মেলন