নগরের হিজরা খালে পড়ে ছয় মাসের শিশু শেহরিজের মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। কমিটি দুর্ঘটনার কারণ নির্ণয় ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে করণীয় নির্ধারণে সুপারিশ করবে। গতকাল মঙ্গলবার গঠিত কমিটিতে চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেলকে সদস্য সচিব করা হয়। সদস্য করা হয়েছে আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরীকে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
কমিটির জন্য তিনটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে কমিটি দুর্ঘটনার কারণ সম্পর্কে মতামত প্রদান করবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এবং এ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতামত দেবে। কমিটি গঠনের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
গত ১৮ এপ্রিল রাত ৮টার দিকে চকবাজার কাপাসগোলা নবাব হোটেলের পাশে হিজরা খালে যাত্রীসহ একটি রিকশা পড়ে যায়। স্থানীয় এবং পথচারীরা তাৎক্ষণিক রিকশার যাত্রী উম্মে সালমা ও তার শাশুড়িকে উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন মা সালমার কোলে থাকা ছয় মাসের শিশু শেহরিজ। নিখোঁজের ১৪ ঘণ্টা পর পরদিন সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চামড়ার গুদাম এলাকায় চাক্তাই খাল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।