হিউম্যান এইড পতেঙ্গার উদ্যোগে আলোচনা সভা, রিকশা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ গত মঙ্গলবার স্টিল মিলে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জনক-জননী ফাউন্ডেশন চট্টগ্রামের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাগীর আহমদ। প্রধান বক্তা ছিলেন মো. ওয়াহিদ হাসান।
বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান জিন্নাহ, টিটু দেব, জাবেদ আলম, হাজী জানে আলম, দেলোয়ার হোসেন, এরশাদ উল্লাহ, হাজী ইদ্রিস, নাজমুল হাসান রুমি, মো. ইব্রাহিম, মারুফ উদ্দিন, ফোরকান, দিদার, প্রমুখ। শেষে ৬ জনকে রিকশা ভ্যান ও ৭ জন কর্মজীবী নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।