হায়েস ভাড়া করে চট্টগ্রামে আ.লীগের মিছিলের মূল হোতা গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে চকরিয়া থেকে হায়েস ভাড়া করা মূল হোতা কফিল উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, কফিল উদ্দিন চকরিয়া থেকে হায়েস ভাড়া করে লোকজন নিয়ে এসে মিছিলে অংশ নিয়েছিল। ঘটনার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয় এবং বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।

পুলিশ বলছে, কফিল উদ্দিন নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে পরিবহন ভাড়া করে লোক সমাগমের আয়োজন করতেন। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের বাড়ি ঢেমুশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। তিনি সাবেক মেম্বার আহমদ হোছনের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী মাধ্যমিকে স্কুলপর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক নির্বাচিত
পরবর্তী নিবন্ধমূল হোতাসহ ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার