আইপিএলের ২৬তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। গতকাল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজস্থান ৫ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মানিশ পান্ডে ৪৪ বলে করেন ৫৪ রান। এছাড়া ওয়ার্নার ৩৮ বলে ৪৮, উইলিয়ামসন ১২ বলে ২২, বেয়ারেস্টো ১৯ বলে ১৬ এবং ৮ বলে ১৫ রান করেন প্রিয়াম গর্গ। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি রাজস্থান।