হাসিনার সাক্ষাৎকার নিয়ে যা বললেন প্রেস সচিব

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে তার অতীতের কর্মকাণ্ড মনে রাখতে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি। খবর বিডিনিউজের।

১৫ বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার পর অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায়। ভারত থেকে তিনি প্রথমবারের মত রয়টার্স, এএফপি, ইনডিপেনডেন্টসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, যা বুধবার একযোগে প্রকাশ করা হয়। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান জানতে চান।

উত্তরে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন। আর সাক্ষাৎকারটি আমি এখনো পড়েননি। পড়ার পর এ বিষয়ে বলতে পারব। যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। এছাড়া বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জনের কথা বলেছেন, এ ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি নাএমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমি তা মনে করছি না। প্রেস সচিব বলেন, আমরা এটা দেখি নাই। বাট আওয়ামী লীগ তো নাই। আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দুএকটা ঝটিকা মিছিলসে অনুযায়ী কেউ কেউ হয়তবা দুয়েকটা ডলার পান, এই তো।

শেখ হাসিনাকে নিয়ে দেশীয় গণমাধ্যমের প্রতিবেদনের ধরন তুলে ধরে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রেস সচিব। তিনি বলেন, একটি লোকাল নিউজ মিডিয়াতেও দেখা গেছে যে আইসিসিতে তার পার্টি একটি ক্লেইম করছে। তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন, সেখানে (নিউজে) তার কোনো ধরনের মেনশন (উল্লেখ) নেই। এটি দুর্ভাগ্যজনক। আরও দেখা গেছে, আওয়ামী লীগ ক্লেইম করছে চারশ জন মারা গেছে। সেটাও আনকনটেস্টেড দেওয়া হচ্ছে। দেশের টাকা চুরি করে নিয়ে ইউকের (যুক্তরাজ্যের) সবচেয়ে দামি ল ফার্মকে হায়ার করে এ ধরনের কাজ তারা করছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোট করছে, বলেন প্রেস সচিব।

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচনের দিনে গণভোট চায় গণঅধিকার পরিষদ
পরবর্তী নিবন্ধঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকায় বিএনপি হতাশ