হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : অ্যাটর্নি জেনারেল

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাইআগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মামলার বিচার প্রসঙ্গে এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এই বিচারে আমরা যা প্রমাণ করেছি, সেটা সন্দেহাতীত। এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল১ এ দেয়া সমাপনী বক্তব্যে তিনি গতকাল এ কথা বলেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) এই মামলা প্রমাণের জন্য দালিলিক, মৌখিক, সারকামস্টেনশিয়াল সাক্ষী উপস্থাপন করেছেন। কিন্তু আসামিপক্ষ বলেছেন, আসামিরা গুলি চালানোর কোনো নির্দেশ দেননি, তারা নির্দোষ। ভাগ্যিস উনি (আসামি পক্ষের আইনজীবী) বলেননি বাংলাদেশে কোনো জুলাই বিপ্লব হয়নি। ভাগ্যিস উনি বলেননি বাংলাদেশে ১৪শ মানুষ মারা যাননি, ৩০ হাজারের উপরে আহত মানুষ হয়নি। কিন্তু বাংলাদেশের ১৪শ মানুষ মারা গেলেন। এই ফ্যাক্টটাকে যদি আমরা সামনে রাখি, সারাদেশে এতবড় একটা জুলাই বিপ্লব হলো, সারাদেশে হত্যাকাণ্ড হলো রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়, সরকারের পৃষ্টপোষকতায় স্টেট অ্যাপারেটাস (রাষ্ট্রযন্ত্র) ব্যবহার করে তাহলে কে করলেন? খবর বাসসের।

এসময় এটর্নি জেনারেল বলেন, আদালতের কাছে আমাদের নিবেদন হচ্ছে, অপরাধ কে বা কারা করেছে, কিভাবে করেছে প্রসিকিউশনের উপস্থাপন করা সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সেটি তুলে ধরা হয়েছে। আসামিরা যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, পদ্ধতিগতভাবে ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ চালিয়েছে। এই বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দোহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলা প্রমাণের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ দেখিয়েছে, কার নির্দেশনা ছিল, কিভাবে নির্দেশনা ছিল, কার কাছে নির্দেশনা ছিল, নির্দেশনা কিভাবে অপারেট (পরিচালনা) করা হয়েছে, কে অপারেট করেছেন, কে এঙিকিউট (বাস্তবায়ন) করেছেন নির্দেশনা। অভিযুক্তরা মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং তারা দেশ ছেড়ে পালিয়েছেন। উনারা এই বিচার সম্পর্কে জানেন, বিচার পর্যবেক্ষণ করছেন। এই বিচারের বিষয়ে কথা বলেছেন। এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। ফলে এটা বলার সুযোগ নেই অভিযুক্তরা নিরাপরাধ। পালিয়ে গিয়েও তারা ক্ষান্ত হননি। বিচারকে ব্যহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন।

অ্যাটর্নি জেনারেল ট্র্যাইব্যুনালকে বলেন, আমি বিশ্বাস করি যে সাক্ষ্যপ্রমাণ আপনাদের সামনে এসেছে, সেই সাক্ষ্য বিশ্বের যেকোনো দেশের যেকোনো আদালতের সামনে উপস্থাপন করলে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামিদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না আদালতের সামনে। আজকে আমরা দাঁড়িয়েছি এই বাংলাদেশেকে সভ্যতার সোপানে, একটি সামনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই ন্যায়বিচার যদি আমরা না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসেবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবো।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকে বলছেন, খুনীরা ন্যায়বিচার পাবে কি না? বাইরে অনেক রকম কথা আছে। খুনীদের ন্যায়বিচারের মানদণ্ডে ন্যায়বিচার করা হচ্ছে কিনা? আমার নিবেদন হলোআপনারা কেবল খুনীর ন্যায়বিচার দেখবেন? ৩৬ দিনে যে ১৪শ’ মানুষ নিহত হলো, তারা কি ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন না? যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা কি ন্যায়বিচার পাবেন না? রাষ্ট্র কি ন্যায়বিচার পাবে না? যারা পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে ন্যায়বিচারকে পরাভূত করার চেষ্টা করছে, তার পরেও তাদের পক্ষে স্টেট ডিফেন্স দিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়াটা কি ন্যায় বিচার না? সেখানে দিবালোকের মত সত্য এখানে মানুষ মারা গেছে। মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, আমরা সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই জায়গা থেকে আমরা মনে করি, যদি এই আদালতে এই আসামিদের শাস্তি না হয়, তাহলে মার্টিন লুথার কিংয়ের ভাষায় বলবো, এদেশের খুন হওয়া মানুষ, পঙ্গুত্ব বরণকারী মানুষ, এই রাষ্ট্র ব্যবস্থা অবিচারের শিকার হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি প্রত্যাশা করেছিলাম উনি (শেখ হাসিনা) ন্যায়বিচারের সামনে আসবেন। উনি এক রাজনৈতিক বক্তৃতায় আরেকজন রাজনৈতিক নেতার রেফারেন্স টেনে বলেছিলেন, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখী হোক। আমার বিশ্বাস ছিল, উনি এই কথাটা মন থেকে বলেছিলেন। আমার বিশ্বাস ছিল, উনি এটা বিশ্বাস করে বলেছিলেন। আজকে আমি দেখলাম, উনি মন থেকে বলেননি, বিশ্বাস থেকে বলেননি। উনার যদি সাহস থাকতো তাহলে উনি বাংলাদেরে মাটিতে এসে এই বিচারের মুখোমুখী হতেন।

একপর্যায়ে ট্রাইব্যুনালের উদ্দেশ্য অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল এই বিচার যত কঠিনই হোক, যত বাঁধা আসুক, সমস্ত বাধার প্রাচীর ভেঙে যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না হয়, তাহলে আমরা জতি হিসেবে আগামী দিনে এগুতে পারবো না। যদি ন্যায়বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পাঁচ বছরের শিশু মারা গেছে। ১০ বছরের আনাস মারা গেছে। পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা গেছে। বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে আবার আবু সাঈদ মারা গেছে। আমরা যদি ন্যায়বিচার শেষ করতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্তাকুড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি, সেটা সন্দেহাতীত।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে আজ থেকে দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসব
পরবর্তী নিবন্ধনির্বাচন যেন পিছিয়ে যায়, কোনো কোনো দল সেই চেষ্টা করছে : ফখরুল