হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী ১ ডিসেম্বর। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ৪ এর বিচারক রবিউল আলম রায়ের এ দিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান। খবর বিডিনিউজের।

এ মামলায় অন্য আসামিরা হলেনজাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকএর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। অপর আসামিরা পলাতক। এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।

কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে আসামির খালাসের আর্জি জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকে হাসিনার দুই লকারে মিলেছে ৮৩২ ভরি স্বর্ণ
পরবর্তী নিবন্ধশাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ