‘হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমি নজিবুল বশর এমপি হয়ে লাভ নাই’

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই হবে। ফটিকছড়ি থেকে মনোনয়ন এবং নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি এখন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তা করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিভাবে আবারো প্রধানমন্ত্রী বানানো যায় সেই চিন্তা করছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমি নজিবুল বশর মাইজভান্ডারী এমপি হয়ে কোনো লাভ নাই। সুতরাং ফটিকছড়িতে নৌকা যাকে দেবেন তার জন্য কাজ করতে হবেএটাই শেষ কথা।

গতকাল দুপুরে ফটিকছড়ি উপজেলার মাসিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামরা চান না তাদের চেয়ারপারসন সুস্থ হয়ে উঠুক। তারা প্রকাশ্যে তার উন্নত চিকিৎসার জন্য দাবি করলেও ভিতরে ভিতরে বেগম জিয়ার ক্ষতিই কামনা করেন। বেগম জিয়া সুস্থ হয়ে উঠুকএটা চাইলে তারা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা করাতেন। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আসতে তো সরকার বাধা দেয়নি। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চান।

তিনি বলেন, বিএনপির সাথে সংলাপ হবে শর্তহীন। কোনো শর্ত দিয়ে সংলাপ হবে নাএটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দিয়েছেন। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর মাথা ঠিক নাই। তাই তিনি যখন তখন আবোল তাবোল কথা বলছেন।

নজিবুল বশর বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ করে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা করতে গোপন তৎপরতা চালাচ্ছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, সহকারী কমিশনার ভুমি এটিএম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা ও ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ২৫ টন আপেল ও ১২ টন রাসায়নিকের নিলাম কাল
পরবর্তী নিবন্ধঅ্যান্টার্কটিকা ভ্রমণের গল্প শোনালেন মহুয়া রউফ