সমুদ্রের দিকে ফেরানো মুখ
এই আনকা রোদের দিন, এই ভেসপার, আমি শুধু তোমার তাকিয়ে থাকাটুকু নিয়া চলে যাব। গানটুকু নাহয় তুমি রাখো, এ রক্তকাঞ্চন এ মাহরুমের গজল তোমার করে রাখো।
যে অর্থ আমাকে দেয়নি সাহারার কোন উত্তর। আমি তবু রয়ে গেছি জারুল ফোটার অপেক্ষায়। যে মৃত নক্ষত্রের অভিশাপ নিয়ে এত রোদ রোদ রক্তহ্রদ জমে গেছে। তুমি আজ দু’জনের মাঝখানে একটাই চাঁদ হয়ে থাকো।
আমি আজ থেমে যাব আলপথের শেষে, কিছু শিমুল তুলার উপহাস নিয়ে। এই দুপুর আজও ঘাই মারুক, যেন বিশ্রী এই বাহাদুরি–আমি ফেরালাম তবু সমুদ্রের দিকে মুখ।
হে ভাতের দেশের কোকিল, হে গৃহী বিড়াল
হে ভাতের দেশের কোকিল, হে নিরক্ষর বট সমস্ত অদেখার তুলতুল নিয়ে ফিরে যাও ছদ্মবেশের শহর ছেড়ে। এ যুদ্ধ একদিন শেষ হবেই।
আবার যেনো ফিরে আসো এ স্মৃতির মিনার সাক্ষ্য রেখে। লিখে রাখো আজিকার যতো বন্ধুবিরোধ, রহিত হউক সেতারের উষ্মা। তবু ফিরে ফিরে আসো হে ফুল শাসক, হে বিস্ময়ের ভাঙা ঢেউ। আজিকার ধীর, স্তব্ধ নয়া নয়া সকালের নিরাময় হয়ে এসো।
হে গৃহী বিড়াল, এ নকল নকল রাতের তরঙ্গ ভেঙে ফিরে ফিরে আসো