হাসপাতালের বেডে শুয়ে নির্বাচনে লড়ছেন বুলবুল-সাইফুল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বহু প্রত্যাশিত নির্বাচন আগামী ২৫ নভেম্বর। আর এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে চলছে উৎসবের আমেজ। চলবেই না কেন গত ১২ বছর যে ভোট দিতে পারেনি সংস্থার কাউন্সিলরা। তাই এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যাও অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এরই মধ্যে নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন চলছে জোর প্রচারণা। সবাই যখন প্রচারণায় ব্যস্ত তখন হাসপাতালের বেডে শুয়ে আছেন দুই প্রার্থী মকসুদুর রহমান বুলবুল এবং সাইফুল আলম খান। এদের মধ্যে মকসুদুর রহমান বুলবুল নির্বাচন করছেন সহ সভাপতি পদে। আর সাইফুল আলম খান নির্বাচন করছেন নির্বাহি সদস্য পদে। কিন্তু দুজন শুয়ে আছেন নগরীর দুটি বেসরকারী হাসপাতালে। মকসুদুর রহমান বুলবুল নানা শারীরিক জটিলতা নিয়ে আজ প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে। আর সাইফুল আলম খানের দেহে হয়েছে অস্ত্রোপাচার। তবে যেটুকু জানা গেছে তাদের শারিরীক অবস্থা উন্নতির দিকে। তবে দুজনকে দেখতে হাসপাতালে যাচ্ছেন তাদের সহকর্মীরা। আর সেখানেই যেন তারা দুজন নির্বাচনের প্রচারণার কাজটি সেরে ফেলছেন। যদিও নির্বাচনের চাইতে দুজনের লক্ষ্য আগে সুস্থ হয়ে উঠা। গতকাল দুজনই দৈনিক আজাদীর প্রতিবেদকের কাছে জানিয়েছেন তারা এখন আপাতত সুস্থ হয়ে উঠছেন। তারা দুজন সবার কাছে দোয়া চেয়েছেন। দুজনই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত মুখ। মকসুদুর রহমান বুলবুল দীর্ঘ দিন ধরে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর তরুণ সাইফুল আলম খান এরই মধ্যে নানা দায়িত্ব পালন করে তার যোগ্যতা প্রমাণ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের এই উৎসবে সশরীরে শামিল হতে না পারায় হয়তো মন খারাপ। তবে বাইরের উৎসবটা তারা হাসপাতালে বসে উপভোগ করছেন। পাশাপাশি কাউন্সিলরদের দোয়া কামনা করেছেন। আর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলররাও প্রত্যাশা করছেন এ দুজিন দ্রুত সুস্থ হয়ে আবার জেলা ক্রীড়া সংস্থার নানা গুরুত্বপূর্ণ কাজে নিজেদের নিয়োজিত করবেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় লিগে নাঈমের হ্যাটট্রিক
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু