রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত জাতীয়তাবাদী যুবদল নেতা ইশতিয়াক চৌধুরী অভিকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অভি শহর থেকে মোটরসাইকেল যোগে রাউজানের পাহাড়তলী বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। গতকাল রোববার গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খবরাখবর নেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন।