হাসপাতালে মনমোহন সিং

| শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

জ্বর ও দুর্বলতাজনিত সমস্যার কারণে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজের। তার অবস্থা স্থিতিশীল আছে বলে হাসপাতালটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কংগ্রেসের ৮৯ বছর বয়সী এ প্রবীণ নেতা ও রাজ্যসভার সদস্যের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর চলতি বছরের এপ্রিলেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। কংগ্রেসের যোগাযোগ বিভাগের সম্পাদক প্রণব ঝা জানিয়েছেন, ড. সিংয়ের ‘রুটিন’ চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল। মনমোহন হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থা নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, সেগুলোও উড়িয়ে দিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনমোহনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। এআইআইএমএসে ভর্তি মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি, বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলট সাবেক প্রধানমন্ত্রী মনমোহনের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ায় অনাহারের ঝুঁকিতে শিশু ও বয়স্করা
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গসহ তিন সীমান্ত রাজ্যে ‘অধিক ক্ষমতা’ পেল বিএসএফ