হাসপাতালে ভর্তির দুদিন পর শিশু গৃহকর্মীর মৃত্যু

শরীরে আঘাতের চিহ্ন, লাশ রেখে উধাও গৃহকর্তার পরিবার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর বিব্লক আবাসিক এলাকার সালাম ভ্যালী নামের একটি ভবনে নির্যাতনে পান্না আকতার নামে ১১ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল পৌনে ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহকর্মীর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন শিশু আইসিইউ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদ শাহ আবরার। আর ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার এসআই মো. হামিদ আজাদীকে বলেন, আমরা এ ধরনের অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী গৃহকর্মীর বাবা ও চাচা রাতে থানায় এসেছেন। ঘটনার তদন্ত চলছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১১ টার দিকে ওই গৃহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে তাকে ৯নং ওয়ার্ডে ভর্তি দিলেও অবস্থা সংকটাপন্ন থাকায় দুপুর দেড়টার দিকেই শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়। সর্বশেষ শুক্রবার (গতকাল) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। শিশু পান্না আকতারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শিশু বিভাগ সূত্রে জানা গেছে, ভাইবোন পরিচয়ে মো. নওয়াজ মঞ্জু ও মমতাজ বেগম প্রিয়াংকা নামে দুইজন শিশু পান্না আকতারকে হাসপাতালে নিয়ে আসে। শিশু পান্না তাদের বাসায় গৃহকর্মীর কাজ করতো বলে জানায় তারা। প্রথমে পান্না নিজে নিজে আঘাত পেয়েছে বলে দাবি করেন তারা। তবে চিকিৎসকের জিজ্ঞাসাবাদে পরে স্কেল দিয়ে মারধর করা হয় বলে স্বীকার করেন। এছাড়া মেয়েটির মাবাবা কেউ নেই। এতিম মেয়েটিকে ছোট থেকে তারা নিজেদের বাসায় রেখে বড় করছেন বলে তারা (ভাইবোন) দাবি করেন।

এদিকে, চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা পরিচয়ের ভাইবোন দুজনকে পাওয়া গেলেও পান্না আকতারের মৃত্যুর পর হাসপাতাল থেকে তারা উধাও হয়ে যান। দুজনকে আর চিকিৎসকনার্সরা খুঁজে পাননি। তাদের দেয়া মোবাইলে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তবে দুপুরের দিকে পান্না আকতারের বাবা পরিচয় দিয়ে এক ব্যক্তি হাসপাতালে ছুটে আসেন। তিনি নিজেকে পান্না আকতারের বাবা পরিচয় দেন।

পরে হালিশহর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ বুঝে নেয়। লাশটি বর্তমানে হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। অন্যদিকে, রাতে পান্না আকতারের বাবাচাচাসহ পরিবারের অন্য সদস্যরা হালিশহর থানায় জড়ো হন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার বেড়াতে গিয়ে লাশ মা-মেয়ে
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে ওঠার সময় টেম্পো খাদে, নিহত এক