বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি বেশ কয়েকদিন ধরে সেখানে চিকিৎসাধীন। গতকাল শনিবার দুপুরের দিকে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর হাসপাতালে ডিএমপি পুলিশ ও জেল পুলিশের পাহারায় কয়েকদিন ধরে চিকিৎসাধীন। শনিবার তাকে হাসপাতালের ফিজিওথেরাপিতে নিয়ে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। বিষয়টি আমরা ঊর্ধ্বতনদের জানিয়েছি। বর্তমানে সাবেক মন্ত্রী নূর সুস্থ ও ভালো আছেন। প্রিজন সেলে আছেন। এ বিষয়ে সম্মানিত উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে। খবর বাংলানিউজের।
অপর এক সূত্রে থেকে জানা যায়, সাবেক এমপি আসাদুজ্জামান নূরকে অসুস্থতার কারণে বিএসএমএমইউতে নেওয়া হলে তাকে চিকিৎসকরা ভর্তি করেন। সেখানে প্রিজন্স সেলে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে তাকে প্রিজন্স সেল থেকে বিএসএমএমইউয়ের ফিজিওথেরাপিতে নেওয়া হলে তার ওপর হামলা চেষ্টা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন ও প্রিজন্স সেলে আছেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর সঙ্গে দুপুরে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। তাকে বিষয়টি অবগত করা হয়নি।