হাসপাতালে সদ্য জন্ম নেয়া নিজের কন্যা সন্তানকে দেখতে এসে স্থানীয় জনগণের হাতে আটক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র হত্যা মামলার আসামী জয়নাল উদ্দীন জাহেদ। গতকাল সোমবার সকালে ডবলমুরিং থানাধীন মা ও শিশু হাসপাতালে কন্যা সন্তানকে দেখতে আসে নগর ছাত্রলীগ নেতা জয়নাল। এসময় স্থানীয়রা তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলার আসামী জয়নাল উদ্দীন জাহেদ।
তার গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছে ডবলমুরিং থানা পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কঙবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান।
এ ঘটনায় গত ১৮ আগস্ট রাতে নিহত ওয়াসিমের মা জোসনা আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন ১০৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।