চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাশেম খাল ব্রীজ নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ইতোমধ্যে ব্রীজের ৬০ ভাগ কাজ শেষ এবং আগামী জুন মাসে ব্রীজটি জনসাধারণের চলাচলের জন্য উপযোগী হবে বলে জানায় টিকাদারী প্রতিষ্ঠান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে ব্রীজটি নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। গত রোববার সকালে ব্রীজের গার্ডার ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার দাশ, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, শিক্ষক নির্মল কান্তি দাশ, নেতা নূর মোহাম্মদ প্রমুখ।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় কাটাখালী-চন্দ্রঘোনা ইউপি দোভাষী বাজার জিসি সড়কের হাশেম খালের উপর এই ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এটি একটি পি.সি গার্ডার ব্রীজ। ব্রীজের নির্মাণ কাজ শেষ হতে চলেছে। আগামী জুন মাসের মধ্যেই এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।