টানা ৪৮ ঘণ্টার অভিযানে রাজধানীর শুলশান থেকে অর্থঋণ আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহ আল সগির (৪৩) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানা।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেন থানার এসআই স্বপন কুমার সরকার।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল সগির চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন মধ্যম রামপুর ১ নম্বর পানির কল এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, আব্দুল্লাহ অর্থঋণ মামলা নং ১৪৫৯/২৩, ধারা অর্থঋণ আদালত আইন ২০০৩ এর (৩৪) ১-এর আসামি। মামলায় তার ৬ মাসের সাজা রয়েছে।
এসআই স্বপন কুমার সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে হালিশহর ও পাহাড়তলি থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।